ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কানাইঘাটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশু নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
কানাইঘাটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশু নিহত

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলায় পৃথক দুর্ঘটনায় একটি শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের মালীগ্রামে ও বিকেলে কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বড়চতুল ইউনিয়নের মালীগ্রামের মৃত আব্দুল ওয়াহিদের স্ত্রী ছফাই বিবি (৪৫) ও সাতবাঁক ইউনিয়নের সাতপারি গ্রামের নুরুল আলমের ছেলে রুহেল আহমদ (৭)।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ছফাই বিবি। পথে উপজেলার বাসস্ট্যান্ড রোডে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, বিকেলে উপজেলার সাতবাঁক ইউনিয়নের সাতপারি গ্রামে লেগুনার ধাক্কায় রুহেল আহমদ মারা যায়।
 
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ নিহত নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।