ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মায়ের কোল থেকে মর্গে শিশু রিফাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
মায়ের কোল থেকে মর্গে শিশু রিফাত

সিলেট: অটোরিকশায় মায়ের কোলে চড়ে চিকিৎসকের কাছে যাচ্ছিল অসুস্থ রিফাত (৮)। সঙ্গে ছিলেন বাবাও। হঠাৎ বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রিফাতের জায়গা হলো মর্গে।

শুক্রবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় বাসের ধাক্কায় প্রাণ যায় শিশুটির। এসময় আহত হন তার বাবা-মা ও অটোরিকশাচালক।

নিহত রিফাত সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের তালতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

আহত সাইদুর রহমানের চাচাতো ভাই জগলু মিয়া বাংলানিউজকে বলেন, অসুস্থ রিফাতকে ডাক্তার দেখাতে সিএনজি চালিত অটোরিকশায় করে শহরে যাচ্ছিলেন সাইদুর ও তার স্ত্রী। পথে কুরুয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস ধাক্কা দিলে তাদের অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মায়ের কোলে থাকা রিফাত। দুর্ঘটনায় অটোরিকশাচালক ও শিশুটির বাবা-মা আহত হন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জগলু মিয়া আরো বলেন, যে শিশুর মায়ের কোলে থাকার কথা, তার নিথর দেহ এখন হাসপাতালের মর্গে পড়ে আছে। ভাই-ভাবি এখনো জানেন না, তাদের একমাত্র সন্তান বেঁচে নেই।
 
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।