শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত খুলনার ৯টি ও মহানগরের ৮ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আনিচুর রহমান বাংলানিউজকে বলেন, খুলনার বিভিন্ন থানা এলাকায় জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় মোট ১৭ জন মাদকবিক্রেতাসহ মোট ৬৪ জন আসামিকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরের বিভিন্ন থানা এলাকা থেকে ১৫ জন মাদকবিক্রেতাসহ মোট ৩৯ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা, তিন বোতল ফেনসিডিল ও ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমআরএম/আরআইএস/