শনিবার (০২ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) রঞ্জন বড়ুয়া মামলাটি দায়ের করেন। পরে ওই কলেজ শিক্ষার্থীকে নেত্রকোণা মডেল থানায় সোপর্দ করা হয়।
এর আগে শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শোভন খান নেত্রকোণার পৌর শহরের সাতপাই এলাকার একটি ছাত্রাবাস থেকে সাজুকে আটক করেন।
সাজু জেলার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এদিকে মামলার বরাত দিয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন তৈরি করে মহসিন ফেসবুক ফ্রেন্ডদের কাছে বিক্রি করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
আরএ