ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভুয়া প্রশ্নপত্র বিক্রির দায়ে আটক শিক্ষার্থীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
ভুয়া প্রশ্নপত্র বিক্রির দায়ে আটক শিক্ষার্থীর নামে মামলা আটক সাজু

নেত্রকোণা: সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে নেত্রকোণায় আটক কলেজ শিক্ষার্থী মহসিন আলম সাজুর (১৮) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (০২ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) রঞ্জন বড়ুয়া মামলাটি দায়ের করেন। পরে ওই কলেজ শিক্ষার্থীকে নেত্রকোণা মডেল থানায় সোপর্দ করা হয়।

এর আগে শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শোভন খান নেত্রকোণার পৌর শহরের সাতপাই এলাকার একটি ছাত্রাবাস থেকে সাজুকে আটক করেন।

সাজু জেলার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এদিকে মামলার বরাত দিয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন তৈরি করে মহসিন ফেসবুক ফ্রেন্ডদের কাছে বিক্রি করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।