ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে ৪৬৩ সংস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে ৪৬৩ সংস্থা জাতীয় নিরাপদ খাদ্য দিবসের র‌্যালি। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সারাদেশে ৪৬৩টি সংস্থা কাজ শুরু করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

শনিবার (২ ফ্রেব্রুয়ারি) সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের র‌্যালি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। সেই লক্ষ্যেই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।  

এছাড়া ভেজাল খাদ্য পরিবেশন প্রতিরোধে হোটেল রেস্টুরেন্টগুলো গ্রেডিংয়ের আওতায় আনা হচ্ছে। এবং স্ব-স্ব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অন্যান্য কর্মকর্তাদের নিয়ে তদারকি করবেন।  

র‌্যালি শেষে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  

সভায় জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।