ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের র‌্যাব ক্যাম্পের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় আক্তারুজ্জামান (২৪) নামে এ কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার অপর সঙ্গী কলেজছাত্র হারুন অর রশিদ গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কলেজছাত্র।

নিহত আক্তারুজ্জামান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রামনগর গ্রামের স্কুল শিক্ষক আজিজুর রহমানের ছেলে।

আহত হারুন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজেদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের পারিবারের বরাত দিয়ে ওসি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আক্তারুজ্জামান মোটরসাইকেল যোগে গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। অসাবধানতাবশত ওই মোটরসাইকেলের স্ট্যান্ড না তোলায় চলন্ত অবস্থায় রাস্তার উপর উল্টে পড়ে গুরুতর আহত হন আক্তারুজ্জামানসহ তার সঙ্গী হারুন অর রশিদ। এসময় মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম রেজা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে আক্তারুজ্জামান মারা যান।  

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীম রেজা বাংলানিউজকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন তারা। তাদের মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে আহত হারুন অর রশিদের অবস্থায়ও আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।