তবে জাহাজটিকে জাল থেকে মুক্ত করে শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ জেটি ঘাটে আনা হয়েছে বলে জানিয়েছেন বেক্রুজের স্টাফ মো. কালাম। যারা সেন্টমার্টিন যেতে পারেননি তাদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়েছে বলে জানান কালাম।
**পাঁচ ঘণ্টায়ও ‘মুক্ত’ হয়নি সেন্টমার্টিনগামী বেক্রুজ
ওই জাহাজটির যাত্রী মো. ইউনুস জানান, পুরোদিন তো চলেই গেছে। এরপরও এই বিকেল সাড়ে ৪টার দিকে যারা সেন্টমার্টিন যেতে আগ্রহী তাদের দু’টি কাঠের বোটে করে সেন্টমার্টিন, আর বাকিদের পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।
অন্যদিকে বেক্রুজ নামের জাহাজটি সেন্টমার্টিন না পৌঁছায় সেখানে ওই জাহাজের শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যাদের শনিবার ওই জাহাজটিতে করে টেকনাফ ফেরার কথা ছিল।
তবে বেক্রুজের স্টাফ কালামের দাবি, ওখানে কেউ আটকা পড়েনি। সেন্টমার্টিন থেকেও কিছু পর্যটককে কাঠের বোটে করে, বাকিদের অন্য জাহাজে করে টেকনাফ নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সেন্টমার্টিন যাওয়ার পথে প্রায় ৩শ’ জন পর্যটক নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের নতুন জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার জালে আটকে যায় বেক্রুজ নামের একটি সী ট্রাক। প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পরও জাহাজটি মুক্ত করতে না পারায় পরে কাঠের বোটে করে পর্যটকদের সরিয়ে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৯
এসবি/আরআর