এ উপলক্ষে শুক্রবার (০১ ফেব্রুয়ারি) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি মিলনায়তনে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নেতারা একটি প্রতিবাদ সভার আয়োজন করেন।
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক নওয়াজ খান।
প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাংবাদিক নয়ন মামুন, আজিজুর রহমান, শাহ সুহেল, নুরুল আলম, রুহুল আমীন, মিজানুর রহমান, মোস্তাফা মিয়াসহ ফ্রান্স প্রবাসী বিভিন্ন বাংলা গণমাধ্যমের প্রতিনিধিরা।
এতে বক্তারা হামলাকারীদের শিগগির বিচারের সম্মুখীন এবং সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার ক্ষেত্র তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে কণ্ঠরোধ করা যাবে না। এ ধরনের কাজ যারা করেন, তাদের চিহ্নিত করতে হবে। যেকোনো ধরনের অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ সাংবাদিকরা করবেন। আজ তাদের কারণেই বিভিন্ন অনিয়ম সরকারের নজরে আসছে। তাই দোষীদের শস্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
টিআর/টিএ