রোববার (০৩ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের এডিপির সভায় এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। তিনি সভায় সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয় ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভূক্ত ৩৫টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ১০টি প্রকল্প বাস্তবায়ন করছে। এডিপিভূক্ত প্রকল্পের জন্য ২ হাজার ৮৫৪ কোটি ৬৫ লাখ এবং নিজস্ব প্রকল্পের জন্য ১ হাজার ৩১৭ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
অর্থ বছরের প্রথম ছয় মাসে ৪ হাজার ১৭২ কোটি ৫৪ লাখ টাকার মধ্যে ১ হাজার ৩৯২ কোটি ২২ লাখ টাকা ব্যয় হয়েছে, যা বরাদ্দের শতকরা ৩৫ দশমিক ৫২ ভাগ।
মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদসহ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাপ্রধানগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসএইচ/এমআইএইচ