রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে যেভাবে আইন করেছেন, সেভাবে পুরুষদের কল্যাণেও যাতে আইন তৈরির উদ্যোগ নিন।
মানববন্ধনে বক্তারা চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যায় প্ররোচনাকারী স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ডিভোর্সের পর কেন যৌতুক ও নির্যাতনের মামলা হচ্ছে তা খতিয়ে দেখারও আহ্বান জানান তারা।
সংগঠনের মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ শুভর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম ও বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
টিএম/আরআইএস/