রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চিত্রা নদীতে বাসনপত্র ধুতে গিয়ে নিখোঁজ হন আইরিনা।
আইরীনা চিতলমারী উপজেলার চিত্রনদী সংলগ্ন খিলিগাঁতি গ্রামের কৃষক কামাল হোসেনের স্ত্রী।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদ বাংলানিউজকে জানান, ১ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বাড়ির পাশে নদীতে থালা-বাসন ধুতে যান আইরিনা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার রাতে পুলিশের ট্রিপল নাইন থেকে বাগেরহাট ফায়ার সার্ভিসে ওই গৃহবধূ নিখোঁজের সংবাদ আসে। রোববার সকালে খুলনা ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি ডুবুরি দল গিয়ে নদীতে তল্লাশি শুরু করে। পরে দুপুরে নদীতে ভাসমান অবস্থায় আইরিনার মরদেহ পাওয়া যায়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল চন্দ্র সরকার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
এসআই