রোববার (০৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে এই সমস্যা হয়েছে।
আর যাদের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সংসদকে জানান শিক্ষামন্ত্রী।
জাতীয় পার্টির আরেক সদস্য ফখরুল ইমামের অপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, সিলেবাস ভিন্ন ভিন্ন হলেও প্রশ্নে মিল রয়েছে। আবার নতুন করে পরীক্ষা নিতে গেলে ভিন্ন প্রশ্নে পরীক্ষা নিতে হবে। কারণ তাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এই সমস্যা সমাধানে এর চেয়ে ভালো কোনো পরামর্শ থাকলে তা দেওয়ার অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যুক্তিযুক্ত হলে শিক্ষা মন্ত্রণালয় তা গ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসকে/জেডএস