ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেরোবিতে সাংবাদিক মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
বেরোবিতে সাংবাদিক মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি মানববন্ধনে সাংবাদিক ও শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই সাংবাদিককে  মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

মারধরের ঘটনায় অভিযুক্ত তিনজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে তাজহাট থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক আল আমিন হোসেন।  

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি,  লোক প্রশাসন বিভাগ ও গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ রংপুরের সাংবাদিকরা অংশ  নেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফজুল ইসলাম বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী মাহমুদ-উল ইসলাম জয় ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এছাড়াও প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে জয় এবং তার দুই সহযোগী রাসেল রানা ও মাহফুজুর রহমান খোকন দুই সাংবাদিককে মারধর করে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থি। তাই ক্যাম্পাসে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জয়সহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান, রিপোর্টার্স ক্লাবের রংপুরের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোবাশ্বের আহমেদ, সদস্য জাকির হোসেন রুম্মন, জাগোনিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজীব হোসাইন, ছাত্রফ্রন্টের সভাপতি যুগেশ ত্রিপুরা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফিরোজ আহমেদ প্রমুখ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিসিনিউজের রংপুর ব্যুরো প্রধান নাজমুল ইসলাম নিশাত, সময় টেলিভিশনের রংপুর প্রতিনিধি হেদায়াতুল ইসলাম বাবু, জাগোনিউজের স্টাফ রিপোর্টার জিতু কবীর, প্রথম আলোর ফটো সাংবাদিক মইনুল ইসলাম, কালের কন্ঠের আদর রহমান, ফটো সাংবাদিক সুমন, মুকুল ও হিমেল প্রমুখ।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বাংলানিউজকে বলেন, মামলার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও একই ঘটনায় গত ৩০ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমান বাংলানিউজকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি সভা করেছে। দ্রুত তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে গত ২৯ জানুয়ারি বেরোবির শহীদ মুখতার ইলাহী আবাসিক হলের বৈধ সিটে উঠতে গেলে দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-আমীন হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সৌম্য সরকারকে মারধর করেন ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী মাহমুদ-উল ইসলাম জয়সহ তার দুই সহযোগী।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।