রোববার (০৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ও সরকারি দল আওয়ামী লীগের সদস্য পংকজ দেবনাথের সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি বিদায়ী সংসদে (দশম সংসদ) আমারও ছিলো।
সব শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তি (আইসিটি) কোর্স চালুর ব্যাপারে সরকার আন্তরিক বলেও জানান ডা. দীপু মনি।
সরকার দলের সদস্য নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তি (আইসিটি) কোর্স চালু ও সেখানে শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার আন্তরিক। যেখানে কোর্স চালু হওয়ার পরও শিক্ষক নেই, সেখানে দ্রুত শিক্ষক নিয়োগের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
** শান্তিনগর-ঝিলমিল ফ্লাইওভার ২০২২ সালের মধ্যে বাস্তবায়ন
** ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে দেখা হবে
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসকে/এমইউএম/জেডএস