ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে আগুন শিবপুরে মদিনা জুট মিলে আগুন। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর শিবপুরের মদিনা জুট মিলে ভয়াবহ আগুন লেগেছে। পুড়ে গেছে মিলের পাট, সুতাসহ নানা উপকরণ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ৫টি ইউনিটের ৯টি গাড়ি। 

রোববার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায়  এ প্রতিবেদন লেখার সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী।

নরসিংদী ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে মদিনা জুট মিলের পাটের গোডাউনে আগুন লাগে।

মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনের চারপাশে ছড়িয়ে পড়ে। পরে তা পার্শ্ববর্তী সেকশনগুলোতেও ছড়িয়ে পড়ে।  

খবর পেয়ে নরসিংদী সদর, শিবপুর, মাধবদী, পলাশ, ঘোড়াশাল ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় ৮টার সময়ও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।  
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূইয়া বলেন, পাটজাত দ্রব্য হওয়ায় দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে। আগুনের সূত্রপাত সমপর্কে কিছু জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।