র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা কাজিরহাট বাজারে অভিযান চালায় র্যাব। এসময় বাজারের পাঁচটি গুদাম থেকে ৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ী আবুল কাশেমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া অপর চারজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
মাদারীপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন জানান, নিষিদ্ধ পলিথিন গুদামজাত করে বিক্রি করার দায়ে তাদের আটক করা হলে ভ্রাম্যমান আদালত তাদের একজনকে অর্থদণ্ডে দণ্ডিত করেন এবং অপর চারজনকে সর্তক করে ছেড়ে দেন। এ সময় পাঁচ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ০০৫০ঘন্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
এমএইচএম