ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে লবণ বোঝাই ট্রাকের চাপায় পিকআপ চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
গোবিন্দগঞ্জে লবণ বোঝাই ট্রাকের চাপায় পিকআপ চালক নিহত দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে লবণ বোঝাই ট্রাকের চাপায় পিকআপ চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী লবণ বোঝাই একটি ট্রাক কালিতলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করেই সামনে থাকা টমেটো বোঝাই একটি পিকআপকে ধাক্কা দেয়।

এতে ট্রাকটি পিকআপের উপরে উঠে যায়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। এসময় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। এসময় ট্রাক ও পিকআপের নিচে চাপা পড়ে থাকা চালককে মৃত উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।