সোমবার (৪ ফেরুয়ারি) সকাল ১০টার দিকে পাথরঘাটা কলেজে এ ঘটনা ঘটে। বখাটে পার্থ ২০১৪-১৫ শিক্ষাবর্ষে পাথরঘাটা কলেজে ভর্তি হলেও সেখানে আর লেখাপড়া করেনি।
পাথরঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম মল্লিক বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে পাথরঘাটা কলেজের অনার্স ভবনে ক্লাস চলছিল। এসময় বখাটে পার্থ রায় এসে একটি মেয়েকে জোর করে অন্য একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ওই বখাটে ছাত্রীটিকে কয়েকটি থাপ্পড় মারে। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বেল্লাল হোসেন, মো. নুরুজ্জামান ও শাহজালাল ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে বখাটেকে আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।
মারধর ও শ্লীলতাহানির চেষ্টা উল্লেখ করে ওই শিক্ষার্থী পাথরঘাটা কলেজে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান অধ্যক্ষ।
এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ শিকদার বাংলানিউজকে বলেন, পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১২১২, ফেরুয়ারি ৪, ২০১৯
আরএ