ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে নৌকাসহ ফাইস্যা পোনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
সুন্দরবন থেকে নৌকাসহ ফাইস্যা পোনা জব্দ ৩টি নৌকাসহ ফাইস্যা মাছের পোনা জব্দ। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: সুন্দরবনে নিয়মিত অভিযান চলাকালে ৩টি নৌকাসহ ৪০ লাখ ফাইস্যা মাছের পোনা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। 

সোমবার (৪ জানুয়ারি) ভোর রাতে বঙ্গবন্ধুর চর (সরোয়ার স্যান্ড) এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বলেন, নিয়মিত অভিযান চলাকালে ওই  এলাকায় তিনটি নৌকাকে সন্দেহ হলে মাঝিদের চ্যালেঞ্জ করা হয়। এসময় মাঝিরা সবকিছু ফেলে পালিয়ে যায়। পরে নৌকাসহ ফাইস্যা পোনা জব্দ করা হয়।  

জব্দকৃত মাছের পোনার দাম প্রায় এক কোটি টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পোনাগুলো নীলকমল ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ  সময়:  ১৪৫০ ঘণ্টা,  ফেব্রুয়ারি  ৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।