সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে পানছড়ি বাজারে আয়োজিত এক সভা থেকে এ আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীন ব্যবসায়ী আহাম্মদ সৈয়দ।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আসিফ করিম, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, ব্যবসায়ী জয় প্রসাদ দেব, কাজী এনামুল হক সওদাগর, মো. ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আঞ্চলিক সংগঠনের বাধা নিষেধের কারণে গেলো বছরের ২০ মে থেকে পানছড়ি বাজারে ক্রেতা আসা বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে বন্ধ রয়েছে পণ্য পরিবহন। এতে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। কিন্তু দীর্ঘ সময় পার হয় গেলেও বাজারের স্বাভাবিক অবস্থা চালু করতে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
বক্তারা বাজারের স্বাভাবিক পরিস্থিতি ফিরে পেতে প্রশাসনসহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এডি/এএটি