সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৪'র ময়মনসিংহ সদরের কোম্পানি কমান্ডার মেজর শিবলী সাদিক জানান, জেলার ত্রিশাল উপজেলার কাঠাল বাজারস্থ কালিরহাট এলাকায় প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের কয়েকজন সদস্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই সংগ্রহ এবং ফাঁস করার পরিকল্পনা করছে।
এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট, পাঁচটি সিমকার্ড উদ্ধার করা হয় এবং তাদের লগইনকৃত ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ঘেটে ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত আলামত পাওয়া যায়।
বাংলাদেশ সময় ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমএএএম/এএটি