সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌয়ালায় নদীবাংলা সাইজিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে ওই মিলে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, কারখানাটি সরু এলাকায় অবস্থিত। এছাড়া আশপাশে কোনো রিজার্ভ ট্যাংক না থাকায় ছিলো পানির সংকট। যার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে দমকল বাহিনীর।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণটা কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর এলাহী।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এসআরএস