জেলা ও উপজেলা প্রশাসন এবং কোস্টগার্ডের সহায়তায় জেলা মৎস্য বিভাগের এ অভিযানে উদ্ধার হওয়া জালের বাজার মূল্য প্রায় আড়াই কোটি ৩৬ লাখ টাকা। জব্দকৃত অবৈধ কারেন্ট ও বেহুন্দী জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও কোস্টগার্ড পটুয়াখালীর কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান জানান, ইলিশ রক্ষায় জেলার ৮টি উপজেলা বিভিন্ন স্থানে পুলিশ কোস্টগার্ড ও মৎস্য বিভাগ সমন্বয়ে ২১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিন পায়রা, লেবুখালী, তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীতে ১১৪টি অভিযান চালিয়ে ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট, বেহুন্দী ও বাধা জল জব্ধ করা হয়েছে।
অভিযানে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয় এবং ১৫ জন জেলেকে ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে বিভিন্ন স্থান থেকে এক মেট্রিক টন জাটকা ২টি মাছ ধরা নৌকাও জব্ধ করা হয়।
সমন্বিত অভিযান পরিচালনা করে দেশের মৎস্য সম্পদ রক্ষা করা সম্ভব। এ অভিযান পরিচালনার পাশাপাশি জেলে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রমও অব্যাহত রাখতে হবে বলে সুশীল সমাজের প্রতিনিধিরা মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
আরএ