মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণজনিত হত্যাচেষ্টার মূল শিকার হচ্ছে শিশুরাই। এবছর শুধু জানুয়ারি মাসেই এমন ঘটনা ঘটেছে কমপক্ষে ৩০টি।
‘শিশু সুরক্ষায় বাংলাদেশ সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা প্রশংসনীয়। জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারেও এর প্রকাশ দেখা গেছে। আমরা দেখেছি, এর আগে শিশুহত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত বিচার ও শাস্তির আওতায় আনা হয়েছে। একইভাবে শিশু নিপীড়ন ও নির্যাতনের মতো অপরাধেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। ’
আইনের শাসন প্রয়োগে সর্বোচ্চ গুরুত্বারোপ করে দেশব্যাপী শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সেভ দ্য চিলড্রেন।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এএ