জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন অধিবেশনে পর্যায়ক্রমে কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ডা. আফছারুল আমিন।
আর সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে প্রধান করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য আনোয়ার হোসেন, মোজাম্মেল হোসেন, দীপঙ্কর তালুকদার, নাজিমুদ্দিন আহমেদ, জাফর আলম ও রেজাউল করিম বাবলু।
আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শাজাহান খানকে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, মঈনুদ্দিন খান বাদল, রাজিউদ্দিন আহমেদ রাজু, মেজর (অব.) রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশিদ, একেএম রহমত উল্লাহ ও ওয়ারেসাত হোসেন বেলালকে এ কমিটি সদস্য করা হয়েছে।
আর নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মেজর (অব.) রফিকুল ইসলাম। সদস্যরা হলেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য শাজাহান খান, মাজাহারুল হক প্রধান, রঞ্জিত কুমার রায়, মাহফুজুর রহমান, এমএ লতিফ, ডা. শামীমউদ্দিন শিমুল, আসলাম হোসেন ও এসএম শাহজাদা।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসকে/এমইউএম/এমএ