ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে জোড়া খুনের ঘটনায় আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
কাপ্তাইয়ে জোড়া খুনের ঘটনায় আটক ২

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে জোড়া খুনের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। 

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন-খোংসাইতুই মারমা (৫২) ও তপন তালুকদার (৪২)।

যৌথবাহিনী সূত্রে জানানো হয়-কাপ্তাইয়ে জোড়া খুনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ধরতে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় খুনের ঘটনার সঙ্গে জড়িত অভিযাগে থোংসাইতুই এবং তপন নামের দু’ব্যক্তিকে আটক করা হয়েছে।

চন্দ্রঘোনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিরাপত্তা বাহিনী প্রকৃত অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

গত ৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চন্দ্রঘোনা থানার অধীন রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় একদল দুর্বৃত্ত ইউপিডিএফ গণতান্ত্রিক দলের নেতা মংছিনু মারমাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মংছিনু এবং জাহিদ নামের দু’ব্যক্তি মারা যায়।

এ ঘটনার পর মংছিনুর শ্বশুর আপ্রু মারমা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় হত্যার অভিযোগ এনে চিহ্নিত ২১ জন এবং ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।