শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাউদ্দিন স্বপন, বাংলাদেশ শ্রমিক সংহতির সভাপতি রুহুল আমিন, ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি চায়না রহমান, ইন্ড্রাস্ট্রিয়াল বাংলাদেশ শ্রমিক কাউন্সিলের সভাপতি সাফিয়া পারভীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে সারাদেশের গার্মেন্টস কারখানা অচল করার হুমকি দেন।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ন্যূনতম মজুরি আন্দোলনকে কেন্দ্র করে ঢালাওভাবে ১শ’জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। বেআইনিভাবে ৭শ’ জনের বেশি শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে, যা মানবাধিকারের লংঘন। পোশাক শিল্পের শ্রমিকরা যখন ন্যায়সঙ্গত মজুরির কথা বলে তখন তারা মালিক পক্ষের নির্যাতনের শিকার হয়। শুধু এসব নির্যাতন করে মালিকপক্ষ থামেনি, তারা ভাড়া করা মাস্তান ও প্রশাসন দিয়ে শ্রমিকদের ঘর ছাড়া করেছে। শ্রমিকদের ছবি কালো তালিকা করে প্রচার করছে। এই অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। এসব অন্যায়-অত্যাচার বন্ধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
টিএম/আরআর