দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, শুক্রবার সকালে দিল্লির জওহরলাল নেহেরু ভবনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ড. মোমেন।
এ সময় সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিবাদন জানান। একই সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ-ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) সভায় যোগ দেন তারা।
এই প্রতিবেদন লেখার সময় দুই দেশের মধ্যে জেসিসি সভা চলছিল। সভা শেষে দুইদেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।
জেসিসি বৈঠকে যোগ দিতে গত ৬ ফেব্রুয়ারি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. মোমেন। এ সফরে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. মোমেনের এটাই প্রথম বিদেশ সফর। দিল্লি থেকে শনিবার (৯ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
টিআর/এমএ