ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বেচ্ছাশ্রমে বুড়িগঙ্গা প্রথম সেতু পরিষ্কার অভিযান

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
স্বেচ্ছাশ্রমে বুড়িগঙ্গা প্রথম সেতু পরিষ্কার অভিযান

কেরানীগঞ্জ (ঢাকা): স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাংলাদেশ চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা প্রথম সেতু) পরিষ্কার অভিযানে নেমেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েক শতাধিক স্বেচ্ছাসেবক। 

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) ভোর থেকে ব্রিজের উপর পরিষ্কার অভিযান শুরু করে তারা। এসময় তারা ব্রিজের ফুটপাথ ধরে দুইপাশে জমে থাকা বালু ও ময়লা অপসারণ করে।

পরে ব্রিজ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে।

এসময় উপস্থিত ছিলেন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান জজ মিয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক জহির আরিফ, সায়মন চৌধুরী, আনোয়ার হোসেন, তমাল ইমরান বিল্লাহ, ফাহমিদা মনি ও ওয়ালি মামুন প্রমুখ।

তেঘরিয়া ইউপি চেয়ারম্যান জজ মিয়া বলেন, এসব কাজ সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। আমাদের সবাইকে দেশ পরিষ্কারে এগিয়ে আসতে হবে। আজকের এই পরিষ্কার অভিযান প্রশংসার দাবি রাখে। পরিষ্কারে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।