শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) ভোর থেকে ব্রিজের উপর পরিষ্কার অভিযান শুরু করে তারা। এসময় তারা ব্রিজের ফুটপাথ ধরে দুইপাশে জমে থাকা বালু ও ময়লা অপসারণ করে।
এসময় উপস্থিত ছিলেন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান জজ মিয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক জহির আরিফ, সায়মন চৌধুরী, আনোয়ার হোসেন, তমাল ইমরান বিল্লাহ, ফাহমিদা মনি ও ওয়ালি মামুন প্রমুখ।
তেঘরিয়া ইউপি চেয়ারম্যান জজ মিয়া বলেন, এসব কাজ সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। আমাদের সবাইকে দেশ পরিষ্কারে এগিয়ে আসতে হবে। আজকের এই পরিষ্কার অভিযান প্রশংসার দাবি রাখে। পরিষ্কারে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এনটি