শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ডাকবাংলো এলাকায় আল আব্বাস মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর কানাইঘাট, জৈন্তাপুর ও সেনানিবাস ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বিকেল পৌনে ৩টার দিকে টিনশেডের মার্কেটটির একটি কক্ষে হঠাৎ করে আগুন লাগে। এতে আশপাশের অন্তত ১৯টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে দর্জি, ভূষি ও কাপড়ের দোকান।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর তিনটি ইউনিট।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এনইউ/এএ