ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে সাইবার অপরাধে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
বরিশালে সাইবার অপরাধে আটক ১

বরিশাল: সাইবার ক্রাইমে জড়িত থাকার অপরাধে বরিশাল শহরের কাশিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে নিয়াজ মোহাম্মদ রনি (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। রনি শহরের ২৮ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজার এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে।

ডিবির সহকারী পুলিশ কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক জানান, ফেসবুক আইডি ব্যবহার করে দেশের আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর উদ্দেশে সরকার তথা দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে ভুয়া, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করতেন রনি।  এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।