ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাখাইনে সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৩, ফেব্রুয়ারি ৯, ২০১৯
রাখাইনে সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ রাখাইনে সহিংসতা

ঢাকা: মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশে সহিংসতায় মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচ সিআর। জেনেভায় সংস্থার মুখপাত্র এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ইউএনএইচসিআর-এর ঢাকা অফিস এই তথ্য জানিয়েছে।

জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ইউএনএইচসিআর-এর  মুখপাত্র আন্দ্রেজ মেহেসিক বলেন, মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশের সহিংস ঘটনায় আমরা উদ্বিগ্ন।

সেখানে অভ্যন্তরীণ ভাবে মানুষেরা স্থানচ্যুত হচ্ছে। আবার অনেকেই  নিরাপদের লক্ষ্যে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বান্দরবান এলাকায় আশ্রয় নিচ্ছে। এই ঘটনায় ইউএনএইচসিআর গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।

মিয়নমারে মানবিক সহয়তা দেয়ার জন্য ইউএনএইচসিআর প্রস্তুত রয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আসছে তাদেরকে সহায়তা দেয়ার জন্যও প্রস্তুত ইউএনএইচসিআর। সংস্থাটি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও নেতৃত্বের প্রতি সন্তোষ প্রকাশ করেছে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশে রোহিঙ্গা নাগরিক ছাড়াও বৌদ্ধ ও হিন্দু জনগোষ্ঠীর ওপর নতুন করে নিপীড়ন শুরু করেছে সশস্ত্র বাহিনী। যে কারণে অনেক বৌদ্ধ ও হিন্দু বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বাংলাদশে সময়: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
টি আর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।