শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ইউএনএইচসিআর-এর ঢাকা অফিস এই তথ্য জানিয়েছে।
জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ইউএনএইচসিআর-এর মুখপাত্র আন্দ্রেজ মেহেসিক বলেন, মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশের সহিংস ঘটনায় আমরা উদ্বিগ্ন।
মিয়নমারে মানবিক সহয়তা দেয়ার জন্য ইউএনএইচসিআর প্রস্তুত রয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আসছে তাদেরকে সহায়তা দেয়ার জন্যও প্রস্তুত ইউএনএইচসিআর। সংস্থাটি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও নেতৃত্বের প্রতি সন্তোষ প্রকাশ করেছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশে রোহিঙ্গা নাগরিক ছাড়াও বৌদ্ধ ও হিন্দু জনগোষ্ঠীর ওপর নতুন করে নিপীড়ন শুরু করেছে সশস্ত্র বাহিনী। যে কারণে অনেক বৌদ্ধ ও হিন্দু বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বাংলাদশে সময়: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
টি আর/এমএমএস