প্রথম পর্ব পরিচালনা করবেন বাংলাদেশ তাবলিগ জামাতের আহলে শুরার অন্যতম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। ১৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে।
ইজতেমার প্রথম পর্বে ওলামা-মাশায়েখ, মাদরাসা, স্কুল-কলেজ-ভার্সিটির ছাত্র-শিক্ষক, সরকারি-বেসরকারি সর্বস্তরের মুসলমানকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন আল্লামা আহমদ শফী।
শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) আল্লামা আহমদ শফী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতাদের মধ্যে আরও রয়েছেন আল্লামা আবদুল হালিম বুখারি, শায়খ মুহাম্মদ সুলতান যওক নদভি, শাহ মোহাম্মদ তৈয়ব ও মুফতি আরশাদ রহমানি।
বিবৃতিদাতারা কাজের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে তাবলিগের সাথীদের ১৪ তারিখে ইজতেমায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এসএইচ