ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় কৃষকলীগ নেতা খাইরুল হত্যার ঘটনায় মামলা দায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
পাবনায় কৃষকলীগ নেতা খাইরুল হত্যার ঘটনায় মামলা দায়ের ...

পাবনা: পাবনায় জ্বালাশয়ে মাছ ধরাকে কেন্দ্রকরে কৃষকলীগ নেতা খাইরুল ইসলামকে কুপিয়ে ও পায়ের রগকেটে হত্যাকরে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় ২১ জনকে আসামী করে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) রাতে ছোট ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুল হক বলেন, নিয়ম আনুযায়ী ঘটনার পরে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি।

রাতে মৃত,খাইরুলের ছোটভাই হেমায়েতপুর ইউনিয়নের ইউপি সদস্য আমিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। নিয়ম অনুসারে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এখন আমাদের মূল তদন্তের কাজ শুরু হবে। একই সাথে আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

তবে তদন্ত এবং মামলার স্বার্থে আসামীদের নাম বলেননি তিনি।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি দুপুরে পাবনা সদর উপজেলা হেমায়েতপুর ইউনিয়নের চরশিবরামপুর গ্রামে জ্বালাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও পায়ের রগকেটে হত্যা করে। তবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।