ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, ফেব্রুয়ারি ৯, ২০১৯
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত এক প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আলী আহম্মদ খান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি পৌর শহরের বিকনা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলী আহম্মদ খান ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানগাড়ির সাথে ধাক্কা লেগে আলী আহম্মদ খানকে বহনকারী অটোরিক্সা উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পাশাপাশি অটোরিক্সা চালকসহ আরো ২ আরোহী আহত হন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় : ০৭০৭ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।