শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আলী আশরাফ বরিশাল জেলার মুলাদি থানার বালিবন্ধন গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে রাজধানীর মিরপুর মেয়ের বাসা থেকে আলী আশরাফ নবীনগরের কুরগাঁও এলাকার নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। নবীনগর এলাকায় এসে বাস থেমে নেমে দাঁড়ানোর পর পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) জামিনুর রহমান বাংলনিউজকে বলেন, সকালে নবীনগর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডে গাবতলী থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় তিনি মারা যান। ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক ও হেলাপার পালিয়ে গেছে।
নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
আরএ