শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বগুড়া সদর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মামলায় ২৭৫ পিস ইয়াবা ও ১৩ বোতল ফেনসিডিলসহ নয়জনকে গ্রেফতার করা হয়।
জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞার নেতৃত্ব এ অভিযান পরিচালিত হচ্ছে। বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও যোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এমবিএইচ/আরবি/