রুপার গহনাসহ আটক উজ্জল হোসেন। ছবি: বাংলানিউজ
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাড়ে ৪৫ কেজি রুপার গহনাসহ উজ্জল হোসেন (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান ভারতে পাচার হবে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই দর্শনার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিজিবি। শনিবার ভোরে কেরুজ বাজার এলাকা থেকে সাড়ে ৪৫ কেজি রুপার গহনাসহ উজ্জল নামে ওই পাচারকারীকে আটক করা হয়। উজ্জল উপজেলার দর্শনা কেরুজ মিলপাড়ার আলম হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান বাংলানিউজকে বলেন, জব্দ গহনার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। আটক উজ্জলকে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দ মালামাল দর্শনা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।