ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, ফেব্রুয়ারি ৯, ২০১৯
টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের কাইয়ুকখালী খাল ও জালিয়ারদ্বীপ থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের একটি দল টেকনাফের কাইয়ুকখালী খালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এছাড়া কোস্টগার্ডের পৃথক একটি দল অভিযান চালিয়ে টেকনাফের জালিয়ারদ্বীপে মাটির নিচে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান কমান্ডার হামিদুল।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।