ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ম্যানহোলে বিস্ফোরণ ঘটে মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। এরা হলেন- জোহরা বেগম (৪০) ও তার মেয়ে নাফিজা আক্তার (১২) এবং পথচারী মিরাজ (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীর ধোলাইপাড়ের এশিয়া চক্ষু হাসপাতালের সামনের রাস্তায় ম্যানহোলে এ বিস্ফোরণ ঘটে।
ঢামেকে ভর্তি জোহরা বাংলানিউজকে জানান, তারা ওই এলাকায় থাকেন।
তার মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী নাফিজাকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। হাসপাতালের সামনের রাস্তায় তারা দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ম্যানহোলটিতে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হলে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনই আশঙ্কামুক্ত।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলানিউজকে বলেন, ম্যানহোলে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এজেডএস/এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।