শনিবার (৯ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীনকালে তাকে আটক করা হয়। মনির দীঘিনালা উপজেলার কবাখালি এলাকার আহমেদ আলীর ছেলে ও মনির দীঘিনালা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ।
পুলিশ জানায়, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে মনিরকে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্লাহর সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান দীঘিনালা উপজেলার হাসিনসনপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী নজরুল ইসলাম বাবুর হয়ে তিনি গণিত পরীক্ষায় অংশ নেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন ইউএনও মোহাম্মদ উল্লাহ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে জানান, এসএসসির গণিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় মনিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এডি/আরআইএস/