ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টানা দুইদিন পর দেখা মিললো সূর্যের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, ফেব্রুয়ারি ১০, ২০১৯
টানা দুইদিন পর দেখা মিললো সূর্যের সকালের সূর্য। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: ভারতের আকাশে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় টানা দুইদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর পঞ্চগড়ে দেখা মিলেছে সূর্যের। বৃষ্টি শেষে সূর্য ওঠায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকার কর্মজীবী মানুষ। 

বাংলা বর্ষপঞ্জিতে চলছে মাঘ মাস। আরও দুই দিন পর আসবে ফাল্গুন।

কিন্তু এর আগেই বইতে শুরু করে বসন্তের হাওয়া। আর এর সঙ্গে ঝড়ে বৃষ্টি। গত শুক্রবার (৮ ফেব্রুয়ারি) থেকে টানা শনিবার রাত পর্যন্ত চলে এ বৃষ্টি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, পশ্চিমা লঘুচাপের প্রভাব এবং সঙ্গে জলীয়বাষ্প ভারতের উপর দিয়ে দেশের উত্তরাঞ্চলে আসার কারণে এই বৃষ্টি হয়েছে। উত্তারঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়।

এদিকে পঞ্চগড়ে গত দু'দিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় এবং বৃষ্টির কারণে বিপাকে পড়েছিল জেলার সাধারণ মানুষ। সব থেকে বেশি বিপাকে পড়েছিল জেলার নিম্ন আয়ের মানুষ।  

লিটন নামে এক রিকশাচালক বাংলানিউজকে বলেন, বৃষ্টি হওয়ায় গত দুইদিন ধরে ঘরে বসেছিলাম। যাত্রী না থাকায় শনিবার মাত্র ৫০ টাকা রোজগার হয়েছে।

রাকিব নাকে এক এসএসসি পরীক্ষার্থী বাংলানিউজকে জানায়, বৃষ্টির কারণে শনিবার অনেক কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। আরও বেশি সমস্যায় পড়তে হয়েছে রাতে বিদ্যুতের আসা যাওয়ায়।  

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত পঞ্চগড়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৮ দশমিক ২ মিলিমিটার। একই দিনে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক এবং রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।