এদের মধ্যে কবির হোসেন (৩৫) নামে এক যুবক স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। আরেকজনের মরদেহ নদীতে ভেসে আসে।
রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের আশ্রায়ন প্রকল্পের একটি কক্ষ থেকে কবিরের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত কবির উপজেলার চরকালকিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে। তিনি ওই আশ্রয়ণে বসবাস করতেন।
এদিকে মেঘনা নদীর পাটোয়ারীর হাট অংশে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মরদেহগুলো উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে অজ্ঞাত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসআর/এএটি