রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ পৌরসভার তারাপাশা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. রাজধর মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি বলেন, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রঞ্জু মিয়ার চারটি ঘর ও আব্দুস সালামের একটি ঘরসহ পাঁচটি বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আগুনে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসআরএস