ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে ৬০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, ফেব্রুয়ারি ১০, ২০১৯
গোপালগঞ্জে ৬০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা  জব্দকৃত নিষিদ্ধ পলিথিন। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬০০ কেজি পলিথিন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) সদস্যরা। এ সময় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারের বালা স্টোরে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের ডিএডি মো. আব্দুস সবুর শেখ বাংলানিউজকে জানান, নিষিদ্ধ পলিথিন বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারের বালা স্টোরে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

পরে ওই দোকানের গুদাম থেকে ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে গুদামজাত করার দায়ে দোকান মালিক মনীন্দ্র বালা এবং অসিত বিশ্বাসকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।  

আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনিন্দ্র বালাকে ২০ হাজার ও অসিত বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালতের নির্দেশে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।