রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারের বালা স্টোরে এ অভিযান চালানো হয়।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের ডিএডি মো. আব্দুস সবুর শেখ বাংলানিউজকে জানান, নিষিদ্ধ পলিথিন বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারের বালা স্টোরে অভিযান চালায় র্যাবের একটি দল।
আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনিন্দ্র বালাকে ২০ হাজার ও অসিত বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালতের নির্দেশে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
আরএ