ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, ফেব্রুয়ারি ১০, ২০১৯
কুষ্টিয়ায় ইয়াবাসহ যুবক আটক আটক তুহিন। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ২৪৫ পিস ইয়াবাসহ তুহিন নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌড়হাস এলাকা থেকে তাকে আটক করা হয়। তুহিন কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌড়হাস এলাকার গড়াই বাস কাউন্টারের সামনে থেকে তুহিন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।