ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটক ৬ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
আদিতমারীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটক ৬ 

লালমনিরহাট: উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে বিরোধের জের ধরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বেড থেকে তাদের আটক করে পুলিশ।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আটকরা হলেন- নয়ন মিয়া (২৪), রুবেল (৩৫), আব্দুল্লাহ (১৯), রনি মিয়া (২২), মোজাম্মেল হক (৪০) ও আলতাব হোসেন (৪৬)।

>>>আরও পড়ুন...আদিতমারীতে আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি সদর সার্কেল) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুই পক্ষের কেউ মামলা না দিলে পুলিশ বাদি হয়ে মামলা করবে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ