রোববার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জয়াখালি গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে যাত্রাপালার আয়োজন চলচ্ছিল।
পরে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী সেখানে গিয়ে দু’জনকে যুবলীগের ছেলে দাবি করে ছেড়ে দিতে বলেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সোহাগ ও আব্দুল্লাহর সহযোগীরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায় সোহাগ ও আব্দুল্লাহ। হামলায় মাথা ফেটে যায় এএসআই আব্দুল হাইয়ের। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বাংলানিউজকে জানান, পলাতকদের ধরতে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এইচএ/