ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
শার্শায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ আটক ২ আটক যুবকরা।

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও হেরোইনসহ ২ যুবককে আটক করা হয়েছে। 

রোববার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৃথক দু’টি অভিযানে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হচ্ছেন- শার্শা উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মামুনুর রশিদ (৩১) ও টেংরা গ্রামের আনসার আলীর ছেলে সেলিম হোসেন (৩২)।

 

পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানকালে গোপন খবরের ভিত্তিতে তারা শার্শা উপজেলা কলেজের সামনে অবস্থান করে। পরে একজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তার দেহ তল্লাশি করা হয়। এসময়  তার কোমর থেকে একটি ওয়ানশ্যুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।

এদিকে অপর একটি অভিযানে উপজেলার শ্যামলাগাছি মামা-ভাগ্ন অটোরাইস মিলের সামনে থেকে ২শ' গ্রাম হেরোইনসহ সেলিম হোসেনকে আটক করা হয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, আটক যুবকদের নামে শার্শা থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়ম: ০৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।