সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চান্দেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিতু শার্শা উপজেলার আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা রনি খাতুনের মেয়ে ও নাভারন মহিলা মাদরাসার নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহত মিতুর মা রনি খাতুন বলেন, মেয়ের সঙ্গে তার ঝগড়া-বিবাদ কিছুই হয়নি। সকালে মিতু মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে দুপুরে তিনি খবর পান তার মেয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
বেনাপোল রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ইউজি/আরআইএস/